ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত এবি সিদ্দিক (৬৮) ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মোঃ মহিউদ্দিন খান।
শুক্রবার (১৫জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর পাশাপাশি মোট রোগী ভর্তি হয়েছেন ৩৫জন, তাদের মধ্যে ৫জন করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। নতুন ভর্তি হয়েছেন ২০জন এবং সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০ জন রোগী। করোনা ইউনিটের ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৯৪ জন রোগী এবং ৫ জন রোগী নিয়েছেন টেলিমেডিসিন সেবা।