গৌরীপুরে যুবদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে আইনজীবি সহকারী ও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ আহমেদ লিমনের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে গৌরীপুর পৌর শহরে নিমতলি এলাকায় নিজ বাসভবনে সিলিং ফ্যান থেকে তার এ ঝুলন্ত মরদেহ উদ্ধার ও মরদেহের কাছ থেকে একটি চিরকুট জব্দ করেছে পুলিশ। লিমন মৃত ওবায়দুল হাসানের ছেলে। লিমনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ময়মনসিংহ জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান- লিমনের মরদেহের কাছ থেকে উদ্ধারকৃত চিরকুটটি যাচাই-বাছাই করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

Share this post

scroll to top