ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলগেইট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় আরও এক শিশু ট্রেনের ছাদ থেকে পরে আহত হয়েছেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। সে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ছাদ থেকে পরে যাওয়া শিশুটি এখন কোতোয়ালী মডেল থানার ওসি ও শাহ কামাল আকন্দের তত্বাবধানে থাকার পর অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার ওসি বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় পৌছতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও এক শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যান। পুলিশ হেফাজতে থাকা শিশুর নাম আদিবা বয়স নয় বছর হতে পারে। সে তার বাবার নাম আতাব আলী বলে জানায় । তারা নকলা উপজেলায় নানীর বাড়ি যাচ্ছিল। পরে শিশুটির পরিবার যাতে সন্তানের সন্ধান পেতে পারেন এজন্য শেরপুর থানায় জানানো হয় এবং ফেসবুকে ছবি পোষ্ট করা হলে পরিবারের সন্ধান মিললে পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।