ময়মনসিংহে জুয়া খেলায় বাঁধা দেয়ায় যুবক খুন

ময়মনসিংহে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রীপ্তিক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রীপ্তিক নগরীর চকছত্রপুর এলাকার মিলন মিয়ার ছেলে। রীপ্তিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে পাঁচক হিসেবে কাজ করতেন।

জানা যায়, সোমবার (১১ জুলাই) বিকেলে একই এলাকার শফিক মিয়ার ছেলে রাজমিস্ত্রী টিপু পয়সা দিয়ে একধরণের জুয়া খেলার আয়োজন করলে এতে বাঁধা দেন নিহত রীপ্তিকসহ তার বাবা মিলন মিয়া। এতে টিপুসহ খেলায় জড়িত অন্যান্যদের সাথে মিলন মিয়ার হাতাহাতি হয়। পরে এলাকাবাসী বিষয়টি মিমাংসা করে দেয়। এদিকে রাত আটটার দিকে বিকেলের ঘটনার ক্ষোভে টিপু স্থানীয় মধু মিয়ার চায়ের দোকানের পাশে মিলন মিয়ার ছেলে রীপ্তিককে একা পেয়ে পিছন থেকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর রীপ্তিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Share this post

scroll to top