ময়মনসিংহের কখন কোথায় ঈদের জামাত জেনে নিন

স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হবে ঈদ-উল আযহার নামাজ। করোনার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি না করার আহবান জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো.আজমল হক জানান, ঈদের নামাজ শেষে কোলাকুলি করাটা আমাদের পুরোনো অভ্যাস। কিন্তু কোলাকুলি করতে হবে সেটা হাদিসে কোথাও নেই। তাই করোনা সংক্রমণ রোধে কোলাকুলি না করে সালাম দেওয়াটাই যথেষ্ট। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকলকে জায়নামাজ নিয়ে আসার পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক, মাঠে সাবান পানিসহ থাকবে হাত ধোয়ার ব্যবস্থা।

তিনি আরও বলেন, ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌণে ৯টায়।

এছাড়াও আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৯টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, বলাশপুর জামে মসজিদ মাঠে সকাল ৯টা, সহিলা বুথবাড়িয়া জামে মসজিদ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top