চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন!

দেশে আগাম ঈদের প্রবক্তা চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ ওই দরবারের অনুসারীরা ঈদুল আযহা পালন করছে। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ পালিত হবে বলে দাবি করেন সাদ্রা দরবার শরীফের অনুসারীরা।

আজ শনিবার (৯ জুলাই) সকাল ৮ঃ৩০ মিনিটে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরিফে। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদুল আযহা পালিত হচ্ছে।

ঈদের জামাতের ইমামতি করেন সদ্রা দরবার পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া একই অনুসারীদের মধ্যে পটুয়াখালী, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের কিছু এলাকায় পালিত হচ্ছে বলে দাবি করেন সাদ্রা দরবার শরীফের ছোট পীর মাওলানা শাহ মোহাম্মদ হাসান চৌধুরী।

সাদরা দরবারের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায়, আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়, তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।

Share this post

scroll to top