টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় দুই ভাইসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আশিক্জ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জামালপুর সদরের রামনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) ও তার ছোট ভাই মৃদুল (১৫), একই গ্রামের বজলুর মিয়ার ছেলে হাসান (১৯), একই উপজেলার প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে বাবুল কর্মকার (৫০)।
এএসআই আশিক্জ্জামান জানান, রাতে জামালপুর থেকে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে ধনবাড়ী থেকে তিন জন ভ্যানযোগে জামালপুর যাচ্ছিলো। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বাবুল কর্মকার ও যাত্রী সাইফুল ইসলাম নিহত হন। স্থানীয়রা মৃদুল ও হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।