ইসলাম ধর্মকে কটূক্তি করে পোস্ট দেয়ায় হিন্দু শিক্ষকের ৮ বছরের কারাদন্ড

হাতিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় স্কুল শিক্ষক দেবব্রত দাশকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালত এ রায় দেন। দেবব্রত হাতিয়ার দক্ষিণ চরইশ্বর এলাকার সুবল চন্দ্র দাশের ছেলে।

সাইবার ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহউদ্দিন চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকা আসামিকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে নোয়াখালীর হাতিয়ায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্টের অভিযোগ ওঠে দেবব্রত দাশের বিরুদ্ধে। এই ঘটনায় হাতিয়া থানা পুলিশ বাদী হয়ে তাকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে। তিনি হাতিয়ার স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Share this post

scroll to top