ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। করোনায় মৃত মোহাম্মদ খান (৭২) নামরে ওই ব্যক্তি নেত্রকোনার বাসিন্দা বলে নিশ্চিত করেছে হাসপাতালের করোনা ইউনিট।
সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো. মহিউদ্দিন খান জানান, মৃত ব্যক্তিটি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩জন, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৯জনের করোনা শনাক্ত হয়েছে বলেনও জানান তিনি।