ময়মনসিংহে পারভেজ (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সামনে ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ায় প্রতিপক্ষ গ্রুপের দলীয় সন্ত্রাসীদের হাতেই নিহত হয়েছেন পারভেজ। এর আগে তিনি সাবেক ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। পারভেজ ময়মনসিংহ নগরীর ২৯ নং ওয়ার্ডের গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিন ছেলে।
শুক্রবার (০১ জুলাই) রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় দিলীপ, রাজিব,অলিদ ও সিদ্দিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পারভেজকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: ফারুক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয় সন্ত্রাসীরা।
এঘটনায় মহানগর যুবলীগের আহবায়ক মো: শাহীনুর রহমান তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।