সহকর্মীদের হুমকিতে থানায় জিডি করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী তার সহকর্মী তিন শিক্ষকের বিরুদ্ধে গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৯ জুন) ময়মনসিংহের ত্রিশাল থানায় তিনি এ জিডি করেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. নকিবুল হাসান খান, মো. রকিবুল হাসান ও মো. আলিম মিয়া।

ডিজিতে অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী গত ১৩ জুন পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) বিভাগ ভবনের তৃতীয় তলার আমার অফিস কক্ষে একই বিভাগের নাম পরিবর্তন করা যায় কিনা মর্মে এজেন্ডা নিয়ে মো. নকিবুল হাসান খান, মো. রকিবুল হাসান ও মো. আলিম মিয়ার সঙ্গে আমার মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন ও ভয়ভীতি দেখান। ঘটনাটি তখন আমার অফিস কক্ষের আশেপাশে থাকা ‘ইএসই’ বিভাগে কর্মরত স্টাফরা দেখেন। তারা অভিযুক্তরা যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ন করাসহ জানমালের ক্ষতি করতে পারে।

অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী থানায় সাধারণ ডায়েরি করার আগে নিজের নিরাপত্তা চেয়ে প্রথমে প্রক্টরের কাছে ও পরে বিচার দাবি করে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেছিলেন।

এ বিষয়ে অধ্যাপক আশরাফ আলী সিদ্দিকী বলেন, আবেদন করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পাইনি। এজন্য বাধ্য হয়ে জিডি করেছি; যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

Share this post

scroll to top