আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় হল রুমে ৪৭তম ব্যাচের নবীনদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। তারপর নবীনদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, প্রফেসর মোঃ আমান উল্লাহ। এছাড়াও প্রফেসর মোঃ জাকির আহমদ, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, অধ্যাপক,প্রফেসর মোঃ আনোয়ারুল হক,সহযোগী অধ্যাপক,মোঃ আকবর আলী, সৈয়দা আখতি আরা চৌধুরী,কবিতা রানী বিশ্বাস,সহকারী অধ্যাপক,মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহানশাহ ফেরদৌস,প্রভাষক, তারিক সালা উদ্দিন মামুন, মোহাম্মদ গোলাম সাকলাইন, ইব্রাহিম খলিল, নুরুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, এই কলেজের রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্য। দেশ বরেণ্য অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তিরা অধ্যাপনা ও পড়াশোনা করে গেছেন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই আমি মনে করি তাঁদের উত্তরসূরী হিসেবে তোমরাও একদিন সুনাম বয়ে আনবে এই আনন্দমোহন কলেজের। এরপর বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।

আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তখন সকলেই নবীনদের সাথে মেতে ওঠে হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।

Share this post

scroll to top