বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ সময় তার মাথা থেকে মগজ বের হয়ে গেল ঘটনাস্থলেই তিনি মারা যান।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত নারীটি প্রতিদিন রাস্তা ও শেরপুরের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত বোতল কুড়িয়ে বেড়াতেন। আজ বিকেলে বাসস্ট্যান্ডে বস্তার ভেতরে বোতল কুড়িয়ে নিয়ে রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাকের চাপায় তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, অজ্ঞাত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাকটি আটক রয়েছে এবং ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।