ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর ঘটনায় পাষন্ড স্বামী এএনএম সাদাত হােসেন সাঈদ(৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১৪’র আভিযানিক দল। গ্রেফতারকৃত সাঈদ মুক্তাগাছার পলশা পশ্চিমপাড়া গ্রামের হারেজ আলী মাস্টারের ছেলে।
র্যাব-১৪ থেকে পাঠানো প্রেস নোট থেকে জানা যায়, দুই বছর আগে প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস হ্যাপি(২৬)’র বিষয়টি গোপন রেখে রােজিনা আক্তারকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন এএনএম সাদাত হােসেন সাঈদ। দীর্ঘ দুই বছর পর গত ২৫ জুন স্বামীর অধিকার ফিরে পেতে মা ফরিদা বেগমকে সাথে নিয়ে সাঈদের বাড়িতে যান রােজিনা আক্তার। এসময় সতীন জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বামী সাঈদ রােজিনাকে চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে শরীরে কেরােসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে রােজিনা আক্তারকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন রােজিনা মা ফরিদা বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশােধনী-২০০৩)-এর ৪(১)/৪(২)(খ) ধারায় একটি মামলা করেন। এ ঘটনার পর র্যাব-১৪’র অভিযানে মঙ্গলবার (২৭ জুন) রাতে মুক্তাগাছার মহিষতারা এলাকা থেকে মামলার প্রধান আসামী এএনএম সাদাত হােসেন সাঈদকে গ্রেফতার করে র্যাব।