বন্যাকবলিত এলাকায় সহযোগিতা করার জন্য দেশের অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে। তন্মধ্যে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি দল তহবিল গঠন করে প্রায় ৮০ হাজার টাকার ত্রাণ সামগ্রী নিয়ে মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ত্রাণ সামগ্রী পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দাদের খানিকটা স্বস্তি এসেছে। ঐ এলাকার মানুষেরা বলছে তারা তেমন কোনো ত্রাণ সামগ্রী পায় নাই।
শিক্ষার্থীরা জানায়, দেশের সিলেট, সুনামগন্জ ও নেত্রকোনা জেলার মানুষেরা যেমন বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে তেমনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দারা উজানের ঢল আর অতি বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত হওয়ায় গৃহবন্দী পড়ে। মানুষজন খাদ্য, শিশু খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ ইত্যাদির সংকটে ছিল। আনন্দমোহন কলেজের শিক্ষার্থীদের ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল,ডাল,তেল,আলু,দিয়াশলাই ও প্রয়োজনীয় ঔষধ ছিল।
একশত আশিটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীরা বলছে সামনের দিনগুলোতে প্রয়োজনে আবার তহবিল গঠন করে এভাবেই অসহায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়াবে।