কিশোরগঞ্জের ইটনা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের হাওর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের পিছনের হাওর থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, লাশের বয়স ১০ দিন হতে পারে। লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। পচে যাওয়ায় মুখের আকৃতি নষ্ট হয়ে গেছে। ফলে চেনা যাচ্ছেনা।
তিনি আরও জানান, লাশটি বন্যার পানিতে ভেসে এখানে আসতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।