ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ৩১ নম্বর ওয়ার্ডে পুকুর সেঁচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালের দিকে চর ঈশ্বরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের নিহত মো. নজরুল ইসলাম একই এলাকার মৃত রহিম উদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয় সুত্র জানায়, সকালে বাড়ির পাশে নিজের পুকুরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে যায় নজরুল ইসলাম ও তার ছেলে সায়েম। এসময় বৈদ্যুতিক পাম্পে অসাবধানতাবশত সুইচ দিতে গিয়ে বিদ‍্যুতায়িত হন নজরুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

Share this post

scroll to top