নেত্রকোনায় মো. হাফিজুর রহমান (৫৫) নামে এক স্কুল শিক্ষক বাজার থেকে হেঁটে সন্ধ্যায় বাসায় ফেরার পথে বন্যার পানিতে পড়ে ডুবে যান।
মঙ্গলবার রাতে নেত্রকোনার মদন পৌরসভার ইমদাদপুর এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে। মৃত হাফিজুর মাঘান গ্রামের বাসিন্দা। তিনি মদনের রানীহালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এদিকে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ি ইমদাদপুর এলাকায় বসবাস করে আসছেন। মঙ্গলবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে মদন বাজারে যান। সেখান থেকে হেঁটে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ইমদাদপুর এলাকায় বন্যার পানিতে পড়ে ডুবে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, বন্যার পানিতে ডুবে হাফিজুর নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।