উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদী ও শাখা নদীগুলোতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গত সোমবার বিকেল পর্যন্ত জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৬টি গ্রাম প্লাবিতসহ ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ ছাড়াও বন্যার পানিতে কৃষকের ফসলাদি নিমজ্জিত হয়েছে।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার বন্যা কবলিত সাতপোয়া, ভাটারা, কামরাবাদ, আওনা ও পিংনা ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় পাট ২’শ হেক্টর, আউস ধান ২৫ হেক্টর, রোপা আমন বীজতলা ১০ হেক্টর, শাকসবজী ২৫ হেক্টর, মরিচ ৫ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বন্যায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য ৫০ মে: টন চাল ও নগদ ১ লাখ টাকা সরকারী বরাদ্ধ পাওয়া গেছে। তিনি আরও জানান প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।