নেত্রকোনায় বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী

নেত্রকোনার খালিয়াজুড়ির উপজেলায় বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। খালিয়াজুড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ সহায়তা দিতে পৌঁছেন দিচ্ছেন বাহিনীর সদস্যরা।

মেজর জিসানের নেতৃত্ব ১৩০ সদস্যের এই দলটি রবিবার (১৯ জুন) থেকে উদ্ধার ও ত্রাণ সহায়তা চালাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তিনটি নৌকা করে বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হবে।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম জানান, সেনাবাহিনীর দল নিজের সামর্থ্য মতো কাজ করছেন। যতটা পারছেন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।

এদিকে, উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক এ এস এম জাকারিয়া রবিবার বিকালে বাহিনীর সদস্যদের নিয়ে দুর্গম হাওরাঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Share this post

scroll to top