সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। আর ঠিক সেই মুহুর্তে সুনামগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক-১ তাফসির আলম রাহাত।
রবিবার (১৯ জুন) সকালে তাফসির আলম রাহাতের উদ্যোগে ১৫০০ মানুষের জন্য এক সপ্তাহের শুকনা খাবার ট্রাক ভর্তি করে নিয়ে সুনামগঞ্জের বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য রওনা দিয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে থাকছে চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, বন রুটি, বাটার বন, গুড়া দুধ, টোস্ট বিস্কুট, সল্টেজ বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই এবং প্রয়োজনীয় ঔষধ।
এদিকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে গতকাল শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় তাদের ত্রাণ যোগাড় করার প্রস্তুতি। রাতভর প্যাকেটিং করে বাংলাদেশ ছাত্রলীগ লেখক ভট্টাচার্যের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সংবলিত এই খাবারের প্যাকেট অসহায় বন্যা কবলিত মানুষের কাছে পৌছানোর এই প্রচেষ্টা চালু থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তাফসির আলম রাহাত।