ঢাকাSaturday , 18 June 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Link Copied!

নেত্রকোনা জেলার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যঅর পানিতে নিখোঁজ হন পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আক্কাস আলী।

জানা যায়, চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেক এর বাড়িঘর বন্যার প্রচন্ড স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেক এর বাড়ি যাওয়ার পথে চন্ডিগড় স্কুলের কাছাকাছি স্থানে ভাংতি পাড় হওয়ার সময় চারজনের মধ্যে একজন পানির চক্করে পড়ে যায়। আক্কাস আলী সহ বাকী দুইজন তাকে উদ্ধারের জন্য নেমে পানির ঘূর্ণিপাকের মধ্যে পড়ে যায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে সহযোগিতা করে এবং দুইজন উদ্ধার হলেও আক্কাস আলীকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার ১৮ঘন্টা পর দুর্গাপুর ফায়ার স্টেশনের সক্রিয় অংশগ্রহণে ডুবুরি দলের মাধ্যমে আক্কাস আলী মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ২ঘন্টা চেষ্টার পর ঘটনাস্থল থেকে ১৫০গজ দূর থেকে লাশ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।