বাংলাদেশের অন্যান্য বিভাগের সাথে সিলেটের আকাশ পথ, রেল পথ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রেখেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মোবাইল কোম্পানীগুলোর নিজস্ব জেনারেটর দিয়ে যতক্ষণ সম্ভব টাওয়ার চালু রাখা হলেও শীঘ্রই বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক ব্যবস্থা। ফলে বিশ্বের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন এখন সময়ের ব্যাপার। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ইতোমধ্যে বিশ্বের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
জানা যায়, সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে ইতোমধ্যে পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় পুরো সিলেটে বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। আর গ্রীড স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় পেট্রল পাম্প, সিএনজি স্টেশনসহ সকল ধরণের সেবা বন্ধ হওয়ার পথে। দুর্গত এলাকায় যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ শুরু করেছে তারাও পরিবহণে তেল বা গ্যাস না পাওয়ায় তাদের কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।
তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কুমারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সেনাবাহিনীও এখানে কাজ করছে। সেনাবাহিনী বিদ্যুৎকেন্দ্রের চারপাশে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করছে। ইতোমধ্যে কেন্দ্রে ঢুকে পড়া পানি সিটি করপোরেশনের সাকার মেশিন দিয়ে শুকানোর কাজ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি চালু না রাখতে পারলে বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যাবে।
অপরদিকে বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের জরুরি সর্তক বার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়, আকস্মিক বন্যার কারণে শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর, ঘাসিটুলা এবং আশপাশ প্লাবিত হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুঁটি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে, স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত অত্র দপ্তরের ০১৬২৫০৩৮৭৮৪ এবং ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোনে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।