খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্থান সাজেক ভ্রমণে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাজেক পর্যটন এলাকায় রুইরাং রিসোর্টে মারা যান তিনি। নিহত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই সহকারী পরিচালকের নাম মোঃ রাসেদ(৪৩)।
জানা যায়, বৃহস্পতিবার রাড় দেড়টার দিকে মোঃ রাসেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তার সহকারী ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মোঃ রাসেদ ২৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করে চাকরি জীবন শুরু করেন। সম্প্রতি তার নেতৃত্বে ৩২ জনের একটি টিম শিক্ষা সফরের জন্য খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসেন।
এ বিষয়ে সাজেক থানার ওসি(তদন্ত) ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকে শিক্ষা সফরে এসে এক সরকারি কর্মকর্তা রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।