ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন লাইনচ্যুতের তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে রেল লাইন সচল হয়। একইদিন সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে এ রেলপথের বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাষ্টার খায়রুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আশেপাশের স্টেশনে মহুয়া, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভাগান্তিতে পড়েন যাত্রীরা।

Share this post

scroll to top