গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখা যায়। এরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। তবে শ্রমিকরা নিরাপদে ভবন ছেড়ে নিচে নেমে এসেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share this post

scroll to top