বিশ্ব রক্তদাতা দিবসে বাঁধন আনন্দমোহন কলেজ ইউনিট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে।
১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এই দিবস উপলক্ষে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ইউনিট বাঁধন দুইটি বুথ স্থাপন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। আনন্দমোহন সরকারি কলেজ ইউনিট বাঁধন দুটি গ্রুপে বিভক্ত হয়ে নগরীর আনন্দমোহন সরকারি কলেজ গেটের প্রধান ফটকের সামনে একটি বুথ এবং শিল্পার্য জয়নুল আবেদীন উদ্যানে আরেকটি বুথ স্থাপন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। এতে দুইটি বুথে ১৭১ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে দিয়েছে। এই কর্মসূচিকে নগরীর মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সকাল ৯ টা থেকে বেলা ২ টা ঘটিকা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি টি অনুষ্ঠিত হয়।