পরিত্যাক্ত টিউবয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে, এমনই খবর পাওয়া গেছে ময়মনসিংহের হালুয়াঘাটে।
জানা যায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের আলাল উদ্দিনের বাড়ির পরিত্যাক্ত টিউবওয়েলের পাইপে গ্যাসের সন্ধান পায় বাড়ির লোকজন। কৌতুহল বশত সেখানে আগুন দিলে আগুন উর্ধ্বমুখী হয়ে জ্বলতে থাকে।
এদিকে এমন খবর পেয়ে টিউবওয়েলটি দেখতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে উৎসুক জনতা। বাড়ির লোকজন এখন এই গ্যাসের মাধ্যমেই রান্না করছে। তবে এ নিয়ে এলাকার লোকজন বিস্ফোরণ আতংকে রয়েছে। রাষ্ট্রীভাবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার নিকট জানতে চাইলে তিনি বলেন, তিনি ঘটনাটির বিষয়ে অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।