টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে এসে আইয়ুব আলী খান (৫৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইল আদালত চত্বরের সামনে এ ঘটনা ঘটে।
আইয়ুব আলী কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন। টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছিল। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল আউয়াল আরও জানান, আইয়ুব আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হক তমাল বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’