ঢাকাTuesday , 14 June 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ইয়াবাসহ ময়মনসিংহের যুবক গ্রেপ্তার

Link Copied!

টঙ্গী আউচপাড়া মোক্তারবাড়ি এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইম্পেরিয়াল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম আমান উল্লাহ (২০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আচারগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পশ্চিম থানা পুলিশের এসআই এসএম মেহেদী হাসান জানান, আউচপাড়া মোক্তারবাড়ি রাস্তার মাথায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একদল পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের জিপারে থাকা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারি মোক্তারবাড়ি এলাকার হাজি আক্কেল আলী রোডের নায়েব আলীর বাসায় ভাড়া থেকে টঙ্গী পশ্চিম, পূর্ব ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।