মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে স্মরণকালের বড় সমাবেশ

ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

সোমবার বিকেল তিনটায় নগরীর বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, সহ-সভাপতি মুফতি আহমদ আলী, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল হক ও মাওলানা মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, জেলা সভাপতি মাওলানা মুফতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক ও মাওলানা জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, সদর উপজেলা সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি মাহবুব উল্লাহ, মুফতি আমীর ইবনে আহমদ, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

এরআগে বিভিন্ন এলাকার মসজিদ ও মাদরাসা থেকে হাজারো মুসুল্লী বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদান করলে বড়বাজার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘নুপুর শর্মার ফাঁসি চাই’, ‘মোদীর দুই গালে জুতা মারো তালে তালে’ তৌহিদী জনতার গগণ বিদারী শ্লোগানে গোটা নগরী প্রকম্পিত হয়ে উঠে। সমাবেশ শেষে কয়েক হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতার মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আঞ্জুমান ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। বিশাল মিছিলটি বড় মসজিদ থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত দীর্ঘ হওয়ায় নগরীতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ##

Share this post

scroll to top