ঢাকাFriday , 10 June 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

Link Copied!

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাহিদ ফয়সাল ফাহিম (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছেন।

ফাহিম নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং ময়মনসিংহের ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন তার বাড়ী সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামে। সে আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার( ৯ জুন) বিকেলে ফাহিম তার আরো ৪ বন্ধুকে সঙ্গে নিয়ে নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের খানবাড়ী নৌঘাট দিয়ে একটি ডিঙ্গি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে আনন্দ ভ্রমণে বের হয়।

নৌকাটি ছাতিয়ানতলা এলাকায় গেলে নদের পানিতে তলিয়ে যায়। এসময় তার অন্য বন্ধুরা সাঁতারে তীরে উঠতে পারলেও ফাহিম নদের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযানে নামে। রাত ১০টায় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ ফাহিমকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, অন্ধকার রাত হওয়ায় ও সার্চলাইট না থাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।