বাকৃবিতে বৃষ্টির মধ্যেও ঢাবি ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬ শতাংশ

‘প্রস্তুতি যথা সাধ্য নিয়েছি এখন জানি না পরীক্ষা কেমন হয়। বৃষ্টির কারণে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা চিন্তা হচ্ছিল। অবশেষে পৌঁছালাম পরীক্ষার কেন্দ্রে।’ এমনটাই বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী।

বাকৃবি কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল ১১টায় বাকৃবির বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৩৮৪ জন শিক্ষার্থী। কেন্দ্রে উপস্থিতির হার ৯৬.২৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সারাদেশে আটটি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা গ্রহণের অংশ হিসেবে বাকৃবি কেন্দ্রে মোট ৬৬৩২ জন শিক্ষার্থীর আসন ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩৮৪ জন শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস হওয়াসহ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

পরীক্ষার সময় হল পরিদর্শন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাসহ ঢাবির প্রতিনিধি দল।

হল পরিদর্শন শেষে পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫ জনের যে প্রতিনিধি দলটি এসেছেন তারা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।

পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। পরীক্ষাও ভালোই দিয়েছি এখন জানি না ফলাফল কেমন হবে। আশা করা যায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাবো। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে জীবনটা অন্য রকম হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি মাসের যথাক্রমে ১১ ও ১৭ তারিখে বাকৃবিতে অনুষ্ঠিত হবে।

BAU EXAMINEE

Share this post

scroll to top