পাকিস্তানকে ‘কড়া জবাব’ দেয়ার হুশিয়ারি মোদির

কাশ্মিরে ভারতীয় প্যারামিলিটারি বাহিনীর গাড়িতে বোমা হামলার ঘটনায় পাকিস্তানকে ‘কড়া জবাব’ দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে পাকিস্তানকে পুরোপুরি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জাননো হয়েছে দিল্লির পক্ষ থেকে। ভারত মনে করে এই হামলার পেছনে যারা জড়িত তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার ওই হামলায় ভারতীয় বাহিনীর ৪২ জওয়ান নিহত।

শুক্রবার সকালে মোদি তার নিরাপত্তা উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন এই ঘটনার কড়া জবাব কিভাবে দেয়া যেতে পারে সেটি নিয়ে চিন্তা করতে। গত এক দশকের মধ্যে ভারতীয় বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। এদিন এক বক্তৃতায় মোদি বলেন, ‘এর যথাযথ জবাব দেব আমরা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চড়া মূল্য দিতে হবে। আর যারা এদের সমর্থন দিচ্ছে তাদেরও শাস্তি পেতে হবে।

নরেন্দ্র মোদি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি আমাদের প্রতিবেশীরা ভেবে থাকে এর ফলে ভারতকে অস্থিতিশীল করা যাবে, তবে তারা ভুল করছে’।

বৃহস্পতিবার কাশ্মিরে ভারতীয় আধাসামরিক বাহিনীর বাসে আত্মঘাতি গাড়ি বোমা হামলা হয়েছে। পাকিস্তান ভিত্তিক জইশ-ই মোহাম্মদ এই হামলার দায় শিকার করেছে। ২০০০ সালে এই গোষ্ঠিটি গঠিত হওয়ার পর তারা ভারতীয় বাহিনীর ওপর তারা বেশ কয়েকবার আত্মঘাতি হামলা চালিয়েছে।

বৃহস্পতিবারের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অরুন জেটলি ‘পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন’ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ভারতের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যে, এই হামলার পেছনে ‘ইসলামাবাদের সরাসরি হাত রয়েছে’।

ভারত অধিকৃত কাশ্মির একটি মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে কয়েক দশক ধরেই চলছে সংঘাত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top