ময়মনসিংহে ইসকন মন্দিরের পাশের ডোবা থেকে চা দোকানির লাশ উদ্ধার

ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাটের অপরপ্রান্তে থাকা স্থানীয় ইসকন মন্দিরের পাশের একটি ডোবা থেকে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে খলিলুর রহমান (৪৫) নামের এই দোকানির লাশ উদ্ধার করা হয়। খলিলুর সদর উপজেলার চর ঈশ্বরদিয়া পশ্চিমপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে। তিনি ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাটের চা দোকানদার ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দোকানে বেচা-কেনা শেষে প্রতিদিন রাতে বাড়ি ফেরেন খলিলুর। তবে শনিবার (৪ জুন) দোকান শেষে তিনি বাড়ি ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা  ডোবায় নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ  হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, খলিলুরের চোখের ওপরে আঘাতের একটি চিহ্ন দেখা গেছে। সুরতহাল রিপোর্ট রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top