ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালক মোজাম্মেল হোসেনকে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা হতে যাত্রী বেশে আসামিরা মোজাম্মেলের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহ শহরে আসে। গভীর রাত অবধি শহরে সময় ক্ষেপণের এক পর্যায়ে মোজাম্মেলের বাবা ফরিদ মিয়াকে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে অন্যথায় হত্যার হুমকি দেয় আসামি। আর্থিক অস্বচ্ছলতার কারণে চালক মোজাম্মেলের বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিরা চালক মোজাম্মেল হোসেনকে চালকের আসন হতে জোর করে নামিয়ে যাত্রীর আসনের আসামি আবু রায়হান ও মোজাম্মেলের মাঝখানে বসায়। এসময় আসামি জিয়াউর রহমান সাইদুল অটোরিকসার চালকের আসনে বসে। এক পর্যায়ে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী চালক মোজাম্মেল হোসেনের গলায় মাফলার প্যাঁচিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর উপজেলার আঠারোবাড়ি সড়কের মৃগালী এলাকার নির্জন স্থানে লাশ রাস্তার পাশে ফেলে সিএনজি ও নিহত মোজাম্মেল হোসেনের মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরদিন লাশ উদ্ধারের পর মোজাম্মেলের বাবা ফরিদ মিযা ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে ডিবিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। শুক্রবার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল মুনসুরের ছেলে আবু রায়হান (২৫), সরিষা গাঙপাড়া গ্রামের নুর আহাম্মদের ছেলে মোজাম্মেল হোসেন (২১) ও ধামদী গ্রামের আব্দুল লতিফের ছেলে জিয়াউর রহমানকে (১৯) গ্রেফতার করে ডিবি পুলিশ। আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানান তিনি।