ময়মনসিংহে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচী শুরু হয়েছে। ময়মনসিংহ সিটি করোপোরেশনের ৩৩টি ওয়ার্ড কার্যালয়ে আজ সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসুচী শুরু হয়েছে, চলবে আগামী ১০ জুন বিকাল ৩ টা পর্যন্ত।
শনিবার সকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় টিকা কেন্দ্রে টিকা গ্রহণকারীর উপস্থিতি ছিল খুবই কম। তবে বুস্টার ডোজ নিতে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষনীয় ছিল। সিটি করপোরেশন এলাকায় চার লাখ এক হাজার ৫৩৮ জন দ্বিতীয় ডোজ টিকা নিলেও এখন পর্যন্ত মাত্র এক লাখ ৫২ হাজার ৮৯৪ জন বুস্টার ডোজ নিয়েছেন।
এদিকে সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কর্মসুচীতে এক লাখ ৫৯ হাজার ৭৪৯ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।