ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘উচ্চ আদালতে বিচারাধীন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলা চিহ্নিতকরণ, করণীয় এবং মামলা পরিচালনায় আইনিধাপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর সার্কিট হাউজ কনফারেন্স রুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন, তথ্য মন্ত্রনালয়ের আইন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান গাজী, সহকারী সচিব মোহাম্মদ মোতালেব হোসাইনসহ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার তথ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top