ময়মনসিংহে ‘উচ্চ আদালতে বিচারাধীন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলা চিহ্নিতকরণ, করণীয় এবং মামলা পরিচালনায় আইনিধাপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর সার্কিট হাউজ কনফারেন্স রুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন, তথ্য মন্ত্রনালয়ের আইন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান গাজী, সহকারী সচিব মোহাম্মদ মোতালেব হোসাইনসহ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার তথ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।