বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখার নতুন গঠিত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী উত্তম কুমার বালা সভাপতি এবং কৃষি অনুষদের শিক্ষার্থী মাহবুবা নাবিলা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (২৮ মে) সকাল ১০ টায় পশুপালন অনুষদীয় গ্যালারিতে বিজ্ঞান প্রতিযোগিতা ও কমিটি পরিচিতি অনুষ্ঠানে ১৬ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, ফারাহ মাহজাবীন, সহ সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ, সাংগঠনিক সম্পাদক জাবের ইসলাম, দপ্তর সম্পাদক সৌরভ হালদার, অর্থ সম্পাদক তিতাস রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে মাসরুল আহসান, স্কুল ও কর্মশালা বিষয়ক সম্পাদক নুসরাত আহমেদ গবেষণা বিষয়ক সম্পাদক সাবরিন জাহান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছে মাহদুজ্জামান শোভন, সুমাইয়া স্নেহা, জ্যোতি বিশ্বাস, সোহান মিয়া।
বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখার সভাপতি আব্দুল্লাহ আল আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ সিংহ এবং বিজ্ঞান চর্চা কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার সংগঠক অজিত দাস।
অনুষ্ঠানে বিজ্ঞান কুইজ, বিজ্ঞান বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট এই ৪ টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।