গুম হওয়া ব্যক্তিদের ফেরত দেয়ার দাবিতে ময়মনসিংহে র‌্যালি ও মানববন্ধন

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক ও মায়ের ডাক এর উদ্যোগে ময়মনসিংহে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহটি উপলক্ষে শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও অধিকার এর সঙ্গে সংশ্লিষ্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক যৌথভাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে র‌্যালি সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করে।

মানবাধিকার সংগঠন অধিকার এর জেলা সমন্বয়কারী সাংবাদিক মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আয়োজিত র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত বক্তারা সারা দেশে গুমের শিকার ব্যক্তিরাসহ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে গুম হওয়া ব্যবসায়ী ইমাম মেহেদী হাসানকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। পাশাপাশি ক্রসফায়ারের নামে নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যা ও আইন প্রয়ােগকারী সংস্থার হেফাজতে নির্যাতন করে হত্যাসহ সমস্ত ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধেরর দাবি জানানাে হয়।

মানববন্ধনে ময়মনসিংহ আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক এড. এটিএম মাহবুব উল আলম বলেন, বাংলাদেশে ব্যাপকভাবে নাগরিকদের মানবাধিকার লংঘন করা হচ্ছে। গুমের পাশাপাশি চলছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিনাবিচারে আটক, স্বাধীন মতপ্রকাশে বাধা ও হেফাজতে নির্যাতন করে হত্যা। এসব মানবাধিকার লংঘনের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে জবাবদিহীর আওতায় আনারও দাবি জানান তিনি।

র‌্যালি ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট রাশিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আউয়াল, জুলফিকার আলী টিপু, শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগরীর সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, মানবাধিকার কর্মী মুকিমুজ্জামান মুকিম, নাজমুল হক নাজু, গোলাম সারোয়ারসহ প্রমুখ।

Odhikar Mymensingh 4

Share this post

scroll to top