সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা লক্ষীপুর শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে (বুধবার) ২৫ মে থেকে শুরু হয়েছে।
বুধবার সকালে কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো:নুরুল ইসলাম পাটওয়ারী।
শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রেজাউল করিম ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা: মোসি দায়েন হালদার, সদর থানার উপপরিদর্শক আবদুল ওয়াদুদ প্রমুখ।
২ দিনের কর্মশালায় সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার এই কর্মশালা শেষ হবে। সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীরা এই কর্মশালায় অংশ নিচ্ছে।