লক্ষীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান ২৫ মে (বুধবার) জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

ফাইনাল খেলায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন- শাকচর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৪-৫ গোলে হাজিরপাড়া ইউনিয়ন জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দল সহ অন্যান্য চ্যাম্পিয়দের মাঝে পুরুষ্কার তুলে দেন। এর আগে গত ১৮ মে এই টুর্নামেন্ট শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সচিব, খেলোয়াড়সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ক্রীড়া সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top