ময়মনসিংহে নানা আয়োজনে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সকালে নগরীর শ্যামচারণ রায় রোডে বাংলাদেশ নজরুল সেনা জাতীয় সঙ্গিত, পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও র‌্যালীর আয়োজন করে।

জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পরে শিক্ষক শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, সহ-সভাপতি মাহবুব হোসেন সেলিম, জাহাঙ্গীর আহম্মেদ, কার্যকরী সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নজরুলের জন্মজয়ন্তী আমরা ঝাঁকঝমক ভাবে করার চেষ্টা করছি। নজরুল সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে নজরুল মেলা। সকলের সহযোগিতায় অনুষ্ঠান ভালো ভাবে সম্পন্ন হবে আশা করছি।

Share this post

scroll to top