ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে ঘটনায় জড়িত থাকা সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, রাশিদা (৫৫), রুমা ওরফে রেশমা (৩০) এবং স্বপ্না (৩৫)। এরমধ্যে রেশমা ও স্বপ্না নিহত মাহফুজা চৌধুরী পারভীনের গৃহকর্মী ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিলেন।
বিকালে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি আতিকুর।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
পরের দিন সকালে পলাতক দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজার স্বামী ইসমত কাদের গামা।