ঢাকাSaturday , 21 May 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাড়ছে সীমান্তবর্তী সব নদীর পানি, নেত্রকোনায় বন্যার শঙ্কা

Link Copied!

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দার উব্ধাখালী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলমাকান্দায় ৪০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টিতে সীমান্তবর্তী গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও মহেষখোলা নদীর পানিও বেড়ে চলছে। অন্যদিকে, পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উব্ধাখালি নদী। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কলমাকান্দা উপজেলায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, কলমাকান্দার প্রধান নদী উব্ধাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বিকেলের মধ্যেই পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘ইতোমধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২০০ হেক্টরের মতো বোরো পাকা ধান নিমজ্জিত হয়ে গেছে। পাকা ধান দ্রুত কেটে গোলাজাত করা না গেলে ক্ষতি আরও বাড়বে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।