বগুড়া শহরের মালতিনগরস্থ জেসকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ডেলিভারি কর্মকর্তা হারুনুর রশিদকে (২৭) গুমের অভিযোগ করেছে তার পরিবার। তাকে হত্যা করে লাশ গুম করা হতে পারে বলে আশংকা প্রকাশ করে বগুড়া সদর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন তার মা বগুড়া সদরের হাজরাদিঘী গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী খুকি খাতুন ।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২ ফেব্রয়ারি হারুন অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তার অফিসের ম্যানেজারের সাথে যোগাযোগ করেও তারা সন্ধান পাওয়া যায়নি। এতে ধারনা করা হচ্ছে, অফিস তার সন্ধান দিচ্ছে না। তাকে হত্যা করে লাশ গুম করা হতে পারে। এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত থাকতে পারে। তবে কেন তাকে হত্যা করা হতে পারে তা জানায়নি পরিবার।
বুধবার এ জিডি করা হয়। পুলিশ জিডির তদন্ত শুরু করেছে। তবে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।