ঢাকাSunday , 15 May 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করায় স্বামী গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবিতে শিউলি আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে উঠেছে। স্বামী রাজন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ থানায় মামলা করলে গতকাল রোববার (১৫ মে) বিকেলে অভিযুক্ত রাজন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

জানা যায়, শিউলি আক্তার ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের রিকশা চালক সাইদুল ইসলামের মেয়ে। গত ৮ মাস আগে শিউলির সঙ্গে নেত্রকোণা সদর উপজেলার ঝগড়াকান্দা গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে রাজমিস্ত্রি শ্রমিক রাজন মিয়া ওরফে রফিকের (২০) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের সময় ৪৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয় রাজন মিয়াকে। কিন্তু গত রমজানের আগে থেকে আবারো যৌতুক চেয়ে শিউলির ওপর নির্যাতন শুরু করে। যৌতুক হিসেবে পুনরায় ২০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র ও বাসনকোসন চাইলে শিউলি দিতে অস্বীকার করায় শুরু হয় তার ওপর নির্যাতন।

বগত শুক্রবারও স্বামী রাজন, তার মা ও ভাবি মিলে তাকে মারধর করে। হাত-পা বেঁধে মারধর শেষে শরীরের আঘাতের স্থানে মরিচের গুঁড়া ঢেলে ফেলে দেয় পুকুরে। এরপর শুক্রবার রাতে শিউলিকে চরশিহারি গ্রামে তার বাবার বাড়ির সামনে রেখে পালানোর চেষ্টা করে রাজন। পরে স্থানীরা তাকে আটক করে শনিবার রাতে পুলিশের হাতে তুলে দেয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, নির্যাতিতার অভিযোগে দু’জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাজন মিয়াকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।