নেত্রকোনায় মেয়ের সঙ্গে অভিমানে শিক্ষিকা মা’র আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় মেয়ের সঙ্গে অভিমান করে মেহেরুন্নেছা নেলি (৩৫) নামে এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) রাত ১১ টার দিকে কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকার নিজ বাসায় ঘটনাটি ঘটেছে।

তিনি উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষিকা মেহেরুন্নেছা নেলি তার মেয়ের সঙ্গে অভিমান করে এক রুমে মেয়েকে ও আরেক রুমে স্বামীকে আটকে রাখে। পরে নিজের রুমে সিলিং ফ্যানের সাথে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন শফিকুল ইসলাম শফিক মাষ্টার বলেন, নিহতের বড় ভাইয়ের ফোন পেয়ে রাতেই বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পাই সে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

এ সময় নিহতের মেয়ে এক রুমে ও স্বামীকে অন্য রুমে দরজা আটকিয়ে সে ড্রয়িং রুমে আত্মহত্যা করেছে বলে জানায়।

তিনি আরো জানান, নিহত মেহেরুন্নেছা নেলী ছোটবেলা থেকেই রাগ-অভিমানী ছিলেন। শুক্রবার রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তার মেয়ের সাথে মূলত কী নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

Share this post

scroll to top