ভালো পড়াশোনার পাশাপাশি শারীরিক ভাবেও শিক্ষার্থীদের যত্নশীল হতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির হলরুমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে সকল শিক্ষার্থীকে পড়াশোনায় মনযোগী হয়ে দেশের হাল ধরতে হবে। শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক বাবা মাকেও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, রুপন কুমার দে, মো.কামাল হোসেনসহ অন্যরা।
পরে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলেদেন অতিথিরা।