ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও ২০০০ লিটার তেল মজুদ রাখার অপরাধে ২ মিল মালিককে ৩০০০০ টাকা জরিমানা ও মজুদকৃত তেল পূর্বের মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রি করছেন এমন খবরে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীর রায়ের বাজারে দু’টি মিলে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার। ওই সময় অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স সেলিম ওয়েল মিলকে ১০,০০০ টাকা এবং আঠারোবাড়ি ওয়েল মিলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ২০০০ লিটার মজুদকৃত তেল পূর্বের মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার। ওই সময় উপজেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেছে বলে জোনিয়েছে ভোক্তা-অধিকার।